سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
سنن سعيد بن منصور (27)
27 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، قَالَ: أنا مُغِيرَةُ، قَالَ: سَأَلْتُ أَبَا الزِّنَادِ عَنْ قَوْلِ زَيْدٍ فِي ذَلِكَ، فَقَالَ أَبُو الزِّنَادِ: كَانَ زَيْدٌ «يُشَرِّكُ بَيْنَهُمْ»
অনুবাদঃ মুগীরাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত: তিনি বলেন, আমি আবুয যিনাদকে (রাহিমাহুল্লাহ) এই বিষয়ে যায়িদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তখন আবুয যিনাদ (রাহিমাহুল্লাহ) বললেন: যায়িদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাদের মাঝে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতেন।