سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
29 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، قَالَ: أنا ابْنُ أَبِي لَيْلَى، عَنْ أَبِي قَيْسٍ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، أَنَّ رَجُلًا مَاتَ وَتَرَكَ ابْنَتَهُ، وَابْنَةَ أَبِيهِ، وَأُخْتَهُ لِأَبِيهِ وَأُمِّهِ فَأَتَوَا الْأَشْعَرِيَّ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: لِابْنَتِهِ النِّصْفُ، وَالنِّصْفُ الْبَاقِي لِلْأُخْتِ، فَأَتَوَا ابْنَ مَسْعُودٍ فَذَكَرُوا ذَلِكَ لَهُ، فَقَالَ عَبْدُ اللَّهِ: لَقَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ إِنْ أَخَذْتُ بِقَوْلِ الْأَشْعَرِيِّ وَتَرَكْتُ قَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -[60]-، ثُمَّ قَالَ: لِلِابْنَةِ النِّصْفُ، وَلِابْنَةِ الِابْنِ السُّدُسُ، وَمَا بَقِيَ فَهُوَ لِلْأُخْتِ "
অনুবাদঃ হুযাইল ইবনু শুরাহবীল (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,
নিশ্চয়ই এক ব্যক্তি মারা গেলেন এবং তিনি তার কন্যা, তার পৌত্রী (পুত্রের কন্যা) এবং তার সহোদরা বোনকে (পিতা ও মাতার দিক থেকে) রেখে গেলেন। অতঃপর তারা (উত্তরাধিকারীগণ) আল-আশআরী (আবু মূসা আল-আশআরী)-এর নিকট এসে এই বিষয়ে জিজ্ঞেস করলেন।
তিনি বললেন: তার কন্যার জন্য হলো অর্ধেক অংশ (১/২), আর বাকি অর্ধেক অংশ হলো বোনের জন্য।
এরপর তারা ইবনু মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট এসে তাঁকে বিষয়টি জানালেন। আব্দুল্লাহ (ইবনু মাসঊদ) (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তখন বললেন: আমি যদি আল-আশআরীর কথা গ্রহণ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথা ছেড়ে দেই, তবে অবশ্যই আমি পথভ্রষ্ট হয়ে যাব এবং আমি হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না।
এরপর তিনি বললেন: কন্যার জন্য হলো অর্ধেক অংশ, পৌত্রীর (পুত্রের কন্যার) জন্য হলো ছয় ভাগের এক ভাগ (১/৬), এবং যা অবশিষ্ট থাকবে, তা হবে বোনের জন্য।