سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
28 - سَعِيدٌ قَالَ: نا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي قَيْسٍ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، أَنَّ فَرِيضَةً كَانَتْ فِيهِمُ امْرَأَةٌ تَرَكَتْ زَوْجَهَا وَأُمَّهَا وَإِخْوَتَهَا لِأُمِّهَا، وَإِخْوَتَهَا لِأَبِيهَا وَأُمِّهَا، فَقَالَ ابْنُ مَسْعُودٍ: " لِلزَّوْجِ النِّصْفُ وَلِلْأُمِّ السُّدُسُ وَلِإِخْوَتِهَا مِنَ الْأُمِّ مَا بَقِيَ، تَكَامَلَتِ السِّهَامُ، قَالَ هُزَيْلٌ: فَذَكَرْنَا ذَلِكَ لِأَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، فَقَالَ: لَا تَسْأَلُونِي عَنْ شَيْءٍ مَا دَامَ هَذَا الْحَبْرُ فِيكُمْ "
অনুবাদঃ হুজাইল ইবনে শুরাহবিল (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:
তাদের মাঝে (মীরাসের) একটি ফারায়েযের (বণ্টন) মাসআলা এসেছিল। এক স্ত্রীলোক মারা গিয়েছিল, যে রেখে গিয়েছিল তার স্বামী, তার মা, তার বৈমাত্রেয় ভাই-বোন (শুধু মা থেকে), এবং তার আপন ভাই-বোনকে (বাবা ও মা উভয় থেকে)।
তখন ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, “স্বামীর জন্য হলো অর্ধেক (১/২), মায়ের জন্য হলো ছয় ভাগের এক ভাগ (১/৬), আর বৈমাত্রেয় ভাই-বোনদের (মাতৃপক্ষীয়দের) জন্য হলো অবশিষ্ট অংশ। এভাবে সকল অংশ পূর্ণ হয়ে গেল।”
হুজাইল (রাহিমাহুল্লাহ) বলেন, আমরা এই মাসআলাটি আবূ মূসা আল-আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে উল্লেখ করলাম। তখন তিনি বললেন, “যতদিন এই মহাজ্ঞানী (ইবনে মাসঊদ) তোমাদের মাঝে আছেন, ততদিন তোমরা এ বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করো না।”