سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
38 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، قَالَ: أنا يُونُسُ بْنُ عُبَيْدٍ، قَالَ: نا الْحَسَنُ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، نَشَدَ النَّاسَ فَقَالَ: " مَنْ كَانَ مِنْكُمْ عِنْدَهُ عِلْمٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجَدِّ فَلْيَقُمْ , فَقَامَ مَعْقِلُ بْنُ يَسَارٍ الْمُزَنِيُّ فَقَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَدٍّ كَانَ فِينَا , قَالَ: كَمْ أَعْطَاهُ؟ قَالَ: أَعْطَاهُ السُّدُسَ، قَالَ: مَعَ مَنْ؟ قَالَ: لَا أَدْرِي قَالَ: لَا دَرَيْتَ "
অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
নিশ্চয়ই তিনি লোকদের কাছে (গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়ে) আহ্বান জানালেন এবং বললেন: "তোমাদের মধ্যে যার কাছে দাদা (সম্পর্কিত উত্তরাধিকার) বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষ থেকে কোনো ফায়সালা বা জ্ঞান আছে, সে যেন দাঁড়িয়ে যায়।"
তখন মা’কিল ইবনু ইয়াসার আল-মুযানী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) দাঁড়ালেন এবং বললেন: "আমাদের মধ্যে একজন দাদার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দিয়েছিলেন।"
(উমর) জিজ্ঞেস করলেন: "তাকে কতটুকু অংশ দেওয়া হয়েছিল?"
(মা’কিল) বললেন: "তিনি তাঁকে ষষ্ঠাংশ (ছয় ভাগের এক ভাগ) দিয়েছিলেন।"
(উমর) জিজ্ঞেস করলেন: "কার সাথে (তিনি এই অংশ পেয়েছিলেন)?"
(মা’কিল) বললেন: "আমি জানি না।"
(উমর অসন্তুষ্টির সাথে) বললেন: "তুমি (তাও) জানতে পারলে না!"