سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
53 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ: نا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ: مَاتَ ابْنُ ابْنٍ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَتَرَكَ جَدَّهُ عُمَرَ وَإِخْوَتَهُ، فَأَرْسَلَ عُمَرُ إِلَى زَيْدِ بْنِ ثَابِتٍ، فَجَعَلَ زَيْدٌ يَحْسِبُ، فَقَالَ لَهُ عُمَرُ: شَغِّبْ مَا كُنْتَ مُشَغِّبًا، فَلَعَمْرِي إِنِّي لَأَعْلَمُ أَنِّي أَحَقُّ بِهِ مِنْهُمْ "
অনুবাদঃ সাঈদ ইবনু জুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর এক নাতির ইন্তেকাল হলো। সে (মৃত ব্যক্তি) তার দাদা উমর এবং তার ভাইদের রেখে গিয়েছিল। তখন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যায়িদ ইবনু সাবিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে লোক পাঠালেন। যায়িদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) মীরাসের হিসেব করতে শুরু করলেন। উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তখন তাঁকে বললেন: "তুমি তোমার হিসেবের বিষয়ে ব্যস্ত থাকো, যা তুমি করছো তা করতে থাকো। আমার জীবনের কসম! আমি অবশ্যই জানি যে, আমি তাদের (ভাইদের) চেয়ে তার (সম্পদের) বেশি হকদার।"