الحديث


سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী





سنن الدارقطني (23)


23 - حَدَّثَنا أَبُو صَالِحٍ الْأَصْبَهَانِيُّ , نا أَبُو مَسْعُودٍ , أنا يَزِيدُ بْنُ هَارُونَ , أنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , بِهَذَا. وَلَمْ يَقُلْ: أَوْ ثَلَاثًا. وَكَذَلِكَ رَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ , وَهُدْبَةُ بْنُ خَالِدٍ , وَكَامِلُ بْنُ طَلْحَةَ , عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ بِهَذَا الْإِسْنَادِ. قَالُوا فِيهِ: إِذَا بَلَغَ الْمَاءُ قُلَّتَيْنِ أَوْ ثَلَاثًا.




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। (হাম্মাদ ইবনু সালামাহ হতে বর্ণিত) একটি সূত্রে "অথবা তিন (কুল্লাহ)" শব্দটি উল্লেখ করা হয়নি। তবে ইবরাহীম ইবনু হাজ্জাজ, হুদবাহ ইবনু খালিদ এবং কামিল ইবনু তালহা একই সনদে হাম্মাদ ইবনু সালামাহ হতে বর্ণনা করেছেন। তাঁরা এতে বলেছেন: "যখন পানির পরিমাণ দুই কুল্লাহ অথবা তিন কুল্লাহতে পৌঁছে যায়..."।