الحديث


سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী





سنن الدارقطني (32)


32 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ , نا أَبُو حُمَيْدٍ الْمِصِّيصِيُّ , ثنا حَجَّاجٌ , نا ابْنُ جُرَيْجٍ , أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ يَحْيَى , أَنَّ يَحْيَى بْنَ عُقَيْلٍ أَخْبَرَهُ , -[24]- أَنْ يَحْيَى بْنَ يَعْمَرَ أَخْبَرَهُ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلْ نَجِسًا وَلَا بَأْسًا». فَقُلْتُ لِيَحْيَى بْنِ عَقِيلٍ: قِلَالُ هَجَرَ؟ , قَالَ: قِلَالُ هَجَرَ فَأَظُنُّ أَنَّ كُلَّ قُلَّةٍ تَأْخُذُ فِرْقَيْنِ
قَالَ ابْنُ جُرَيْجٌ: وَأَخْبَرَنِي لُوطٌ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ مُجَاهِدٍ , أَنَّ ابْنَ عَبَّاسٍ قَالَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ فَصَاعِدًا لَمْ يُنَجِّسْهُ شَيْءٌ»




অনুবাদঃ ইয়াহইয়া ইবনু ইয়া’মার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“যখন পানির পরিমাণ দুই ’কুল্লাহ’ (কলসি/পাত্র) হবে, তখন তা অপবিত্রতা বহন করবে না এবং (তাতে) কোনো ক্ষতি নেই।”

(বর্ণনাকারী বলেন,) আমি (যাকে জিজ্ঞেস করলাম, তিনি) ইয়াহইয়া ইবনু উকাইলকে জিজ্ঞেস করলাম: এগুলো কি হাজরের কলসি (ক্বিলাল)? তিনি বললেন: হ্যাঁ, এগুলো হাজরের কলসি। আর আমার ধারণা, প্রতিটি ’কুল্লাহ’ দুই ’ফিরক’ পরিমাণ পানি ধারণ করে।

(অন্য এক সূত্রে) আবদুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন: যখন পানির পরিমাণ দুই ’কুল্লাহ’ বা তার বেশি হবে, তখন কোনো কিছুই তাকে অপবিত্র করতে পারে না।