الحديث


سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী





سنن الدارقطني (62)


62 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ , نا مُحَمَّدُ بْنُ شَاذَانَ , نا الْمُعَلَّى بْنُ مَنْصُورٍ , نا حَمَّادُ بْنُ زَيْدٍ , نا يَحْيَى بْنُ سَعِيدٍ , عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ , عَنْ أَبِي سَلَمَةَ , وَيَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ , أَنَّ عُمَرَ , وَعَمْرَو بْنَ الْعَاصِ , رَضِيَ اللَّهُ عَنْهُمَا مَرَّا بِحَوْضٍ , فَقَالَ عَمْرٌو: «يَا صَاحِبَ الْحَوْضِ أَتَرِدُ عَلَى حَوْضِكَ هَذَا السِّبَاعُ»؟ , فَقَالَ عُمَرُ: «يَا صَاحِبَ الْحَوْضِ لَا تُخْبِرْنَا فَإِنَّا نَرِدُ عَلَى السِّبَاعِ وَتَرِدُ عَلَيْنَا»




অনুবাদঃ উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তাঁরা উভয়ে একটি পানির হাউজের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, "হে হাউজের মালিক, হিংস্র পশুরা কি আপনার এই হাউজে পানি পান করতে আসে?" তখন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, "হে হাউজের মালিক, আপনি আমাদেরকে খবর দেবেন না! কারণ, আমরা (অনেক সময়) সেই সকল পানি পান করি, যা হিংস্র পশুরা ব্যবহার করেছে, আর তারাও আমাদের ব্যবহৃত পানি পান করে।"