الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (180)


180 - وفي رواية عنه، قال : أكلَ رسول اللهِ صلى الله عليه وسلم من لحم، ومعه أبو بكر وعمر، ثمَّ قاموا إلى العصر ولم يتوضؤا. قال جابر: ثمَّ شهدتُ أبا بكر أكلَ طعامًا، ثمَّ قام إلى الصلاة ولم يتوضأ، ثمَّ شهدتُ عمر أكل من جفنة، ثمَّ قامَ فصلّى ولم يتوضأ.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `صحيح أبي داود` (186).




অনুবাদঃ জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তিনি (জাবির) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গোশত খেলেন, তাঁর সঙ্গে ছিলেন আবূ বাকর ও উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)। এরপর তাঁরা সকলেই আসরের সালাতের জন্য দাঁড়ালেন, কিন্তু (নতুন করে) উযু করেননি। জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, এরপর আমি আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে খাবার খেতে দেখলাম, অতঃপর তিনি সালাতের জন্য দাঁড়ালেন এবং উযু করেননি। এরপর আমি উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে একটি বড় পাত্র থেকে খেতে দেখলাম। অতঃপর তিনি দাঁড়ালেন এবং সালাত আদায় করলেন, কিন্তু উযু করেননি।