الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (2049)


2049 - عن أَبي عبيد الله مسلم بن مِشْكَم، قال : خرجتُ مع شداد بن أَوس، فنزلنا (مَرْجَ الصُّفَّر) فقال: ائتوني بالسُّفرة نعبثْ بها، فكان [القوم] يحفظونها منه، فقال: يا بني أخي! لا تحفظوها عنّي، ولكن احفظوا منّي ما سمعتُ من رسولِ الله صلى الله عليه وسلم يقول: `إِذا اكتنزَ الناسُ الدنانيرَ والدراهمَ؛ فاكتنز [وا] هؤلاءَ الكلمات : اللهمَّ! إِنّي أَسألك الثباتَ في الأَمرِ، والعزيمةَ على الرُّشدِ، وأَسألك شكرَ نعمتِك، وحُسنَ عبادتِك، وأَسأَلك من خيِر ما تعلمُ، وأَعوذُ بك من شرِّ ما تعلم، وأَستغفرك لما تعلمُ، إِنَّك أَنتَ علّامُ الغيوبِ`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره المرفوع فقط دون القصة - `الصحيحة` (3228) .




অনুবাদঃ শাদ্দাদ ইবনু আওস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত (যা আবু উবাইদুল্লাহ মুসলিম ইবনু মিশকাম বর্ণনা করেছেন): তিনি (মুসলিম ইবনু মিশকাম) বলেন, আমি শাদ্দাদ ইবনু আওস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সঙ্গে বের হলাম। অতঃপর আমরা ‘মার্জ আস-সুফফার’ নামক স্থানে অবতরণ করলাম।

তখন তিনি (শাদ্দাদ ইবনু আওস) বললেন, "আমার জন্য দস্তরখান নিয়ে এসো, আমরা তা নিয়ে খেলা করি।" লোকেরা তাঁর থেকে এই কথাটি সংরক্ষণ করত (বা এর কারণ জিজ্ঞেস করত)। অতঃপর তিনি বললেন, "হে আমার ভ্রাতুষ্পুত্রগণ! তোমরা আমার থেকে এই (দস্তরখানের) কথা সংরক্ষণ করো না, বরং আমার থেকে তা সংরক্ষণ করো যা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি। তিনি বলতেন:

’যখন লোকেরা দীনার ও দিরহাম সঞ্চয় করে রাখবে (সম্পদ জমা করবে), তখন তোমরা এই বাক্যগুলো সঞ্চয় করে রাখো:

>**’আল্লাহুম্মা! ইন্নী আসআলুকাস সাবাতা ফিল আমরি, ওয়াল আযীমাতা আলার রুশদি, ওয়া আসআলুকা শুকরা নি’মাতিকা, ওয়া হুসনা ইবাদাতিকা, ওয়া আসআলুকা মিন খাইরি মা তা’লামু, ওয়া আ’ঊযু বিকা মিন শাররি মা তা’লামু, ওয়া আসতাগফিরুকা লিমা তা’লামু, ইন্নাকা আন্তা আল্লামুল গুয়ূব।’**

(অর্থাৎ: হে আল্লাহ! আমি আপনার কাছে দ্বীনের ওপর অবিচলতা (দৃঢ়তা) চাই, এবং সঠিক পথে চলার দৃঢ় সংকল্প চাই, আমি আপনার কাছে আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তমরূপে আপনার ইবাদত করার তাওফীক চাই। আমি আপনার কাছে সেই সকল কল্যাণ চাই যা আপনি জানেন, আর আমি আপনার কাছে আশ্রয় চাই সেই সকল অকল্যাণ থেকে যা আপনি জানেন, এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি সেই সবের জন্য যা আপনি জানেন। নিশ্চয়ই আপনি গায়েবের সব বিষয়ে সম্যক অবগত।)’’