الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (65)


65 - عن ابن عباس، عن النبيَّ صلى الله عليه وسلم، قال: `تسمعونَ ويُسمع منكم، [ويُسمع] ممن يَسمع منكم` .


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (1784).




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা (আমার বাণী) শ্রবণ করবে, আর তোমাদের কাছ থেকে (অন্যরা) শ্রবণ করবে, আর যারা তোমাদের কাছ থেকে শ্রবণ করবে তাদের কাছ থেকেও (পরবর্তী প্রজন্ম) শ্রবণ করবে।”