صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
صحيح موارد الظمآن (67)
67 - عن زِرٍّ، قال : أتيتُ صفوان بن عَسَّال المرادي، فقال: ما جاء بك؟ قلت: جئت أَنبِط العلم، قال: فإنّي سمعت رسول اللهِ صلى الله عليه وسلم يقول: `ما من خارج يخرج من بيته يطلب العلم؛ إلّا وضعت له الملائكة أجنحتها؛ رضًا بما يصنع`. (قلت): وله طرق تأتي [
অনুবাদঃ সাফওয়ান ইবনে আস্সাল আল-মুরাদি (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। (যির্র বলেন,) আমি তাঁর কাছে উপস্থিত হলাম। তিনি (সাফওয়ান) আমাকে জিজ্ঞেস করলেন, কী উদ্দেশ্যে তোমার আগমন? আমি বললাম, আমি জ্ঞান অন্বেষণ করতে এসেছি। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি:
"যে ব্যক্তিই তার ঘর থেকে জ্ঞান অন্বেষণের জন্য বের হয়, ফেরেশতাগণ তার এই কাজে সন্তুষ্ট হয়ে তার জন্য তাদের ডানা বিছিয়ে দেন/নিচু করে দেন।"