الحديث


قرة العينين برفع اليدين في الصلاة
Qurratul-Aynayn bi-Rafyil Yadayn fis Salat
জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত





قرة العينين برفع اليدين في الصلاة (61)


61 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ , أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ , أَخْبَرَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ: " رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ , وَالْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ , وَعَطَاءً , وَمَكْحُولًا: يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي الصَّلَاةِ إِذَا رَكَعُوا , وَإِذَا رَفَعُوا "




অনুবাদঃ মুহাম্মাদ ইবন মুকাতিল আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন, আবদুল্লাহ আমাদের খবর দিয়েছেন, ইকরিমা ইবন আম্মার আমাদের খবর দিয়েছেন। তিনি বলেন:

«আমি সালিম ইবন আবদুল্লাহ, কাসিম ইবন মুহাম্মাদ, আতা এবং মাকহূল (রহ.)-কে দেখেছি, তারা নামাযে যখন রুকূ করতেন তখন দু’হাত তুলতেন, আর যখন (রুকূ থেকে) উঠতেন তখনও তুলতেন।»