جزء القراءة خلف الإمام للبخاري
Juzul Qiraat Khalfal Imaam lil Bukhari
জুযউল কিরাআত খালফাল ইমাম লিল বুখারী
67 - حَدَّثَنَا مَحْمُودٌ قَالَ: حَدَّثَنَا الْبُخَارِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ أُكَيْمَةَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنْ صَلَاةٍ يُجْهَرُ فِيهَا بِالْقِرَاءَةِ، فَقَالَ: «هَلْ قَرَأَ مَعِيَ أَحَدٌ مِنْكُمْ آنِفًا؟» ، فَقَالَ رَجُلٌ: أَنَا، فَقَالَ: «إِنِّي أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ؟»
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সালাত থেকে ফিরলেন যাতে উচ্চস্বরে কিরাআত পাঠ করা হয়। অতঃপর তিনি বললেন: "এইমাত্র তোমাদের মধ্যে কেউ কি আমার সাথে কিরাআত পড়েছ?" তখন একজন লোক বলল: "আমি।" অতঃপর তিনি বললেন: "আমি (মনে মনে) বলছিলাম, কী ব্যাপার! আমার সাথে কেন কুরআনের ব্যাপারে প্রতিযোগিতা করা হচ্ছে?"
[নোটঃ AI দ্বারা অনূদিত]