الحديث


الأسماء والصفات للبيهقي
Al-Asma was-Sifat lil-Bayhaqi
আল-আসমা ওয়াস-সিফাত লিল-বায়হাক্বী





الأسماء والصفات للبيهقي (983)


983 - أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ الْمُقْرِئُ، أنا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، نا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْقَاضِي، نا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، نا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، نا -[408]- مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ سَلْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلَاثَةٌ يُحِبُّهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ، يَضْحَكُ إِلَيْهِمْ وَيَسْتَبْشِرُ بِهِمْ، الَّذِي إِذَا انْكَشَفَتْ فِئَةٌ قَاتَلَ وَرَاءَهَا بِنَفْسِهِ لِلَّهِ عَزَّ وَجَلَّ، فَإِمَّا أَنْ يُقْتَلَ، وَإِمَّا أَنْ يَنْصُرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ وَيَكْفِيهِ، فَيَقُولُ: انْظُرُوا إِلَى عَبْدِي كَيْفَ صَبَّرَ لِي نَفْسَهُ، وَالَّذِي لَهُ امْرَأَةٌ حَسْنَاءُ وَفِرَاشٌ لَيِّنٌ حَسَنٌ، فَيَقُومُ مِنَ اللَّيْلِ فَيَذَرُ شَهْوَتَهُ فَيَذْكُرُنِي وَيُنَاجِينِي وَلَوْ شَاءَ لَرَقَدَ، وَالَّذِي يَكُونُ فِي سَفَرٍ وَكَانَ مَعَهُ رَكْبٌ فَسَهَرُوا وَنَصَبُوا ثُمَّ هَجَعُوا فَقَامَ فِي السَّحَرِ فِي سَرَّاءٍ أَوْضَرَّاءٍ "




অনুবাদঃ আবু দারদা (রা.) থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে ভালোবাসেন, তাদের প্রতি হাসেন (সন্তুষ্ট হন) এবং তাদের দেখে আনন্দ প্রকাশ করেন।

১. সেই ব্যক্তি, যখন একদল (সেনা) ছত্রভঙ্গ হয়ে যায় (পিছু হটে), তখন সে তাদের পিছনে আল্লাহর সন্তুষ্টির জন্য একা যুদ্ধ করে। ফলে হয় সে নিহত হয়, অথবা আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন এবং তার জন্য যথেষ্ট হয়ে যান। তখন আল্লাহ বলেন: তোমরা আমার বান্দার দিকে তাকাও, সে কিভাবে নিজের নফসকে আমার জন্য ধৈর্যশীল করল (উৎসর্গ করল)।

২. আর সেই ব্যক্তি, যার একজন সুন্দরী স্ত্রী ও নরম, আরামদায়ক বিছানা রয়েছে, তবুও সে রাতে উঠে দাঁড়ায় এবং তার (বিছানায় থাকার) বাসনা ত্যাগ করে আমার স্মরণ করে ও আমার কাছে ফিসফিস করে (মুনাজাত করে), যদিও সে চাইলে ঘুমিয়ে থাকতে পারত।

৩. আর সেই ব্যক্তি যে সফরে আছে, তার সাথে একদল যাত্রী ছিল। তারা রাত জেগে ক্লান্ত হল এবং অতঃপর ঘুমিয়ে পড়ল। কিন্তু সে ব্যক্তি সুখে থাকুক বা দুঃখে (আরাম বা কষ্টে) থাকুক, সে সাহরির সময় (শেষ রাতে) উঠে দাঁড়ায়।