مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ
49 - أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلاثًا، وَيَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، وَمَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ` *
অনুবাদঃ আবদুল্লাহ ইবনু যায়িদ (রা.) থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন। অতঃপর তিনি তাঁর মুখমণ্ডল তিনবার ধৌত করলেন, হাত দু’টি দু’বার করে ধৌত করলেন, এবং তাঁর মাথা তাঁর দু’হাত দিয়ে মাসাহ করলেন— তিনি হাত দু’টিকে সামনে নিলেন এবং পিছনে আনলেন। তিনি তাঁর মাথার অগ্রভাগ থেকে শুরু করলেন, তারপর সে দু’টিকে তাঁর ঘাড় পর্যন্ত নিয়ে গেলেন, এরপর সে দু’টিকে পুনরায় সেই স্থানে ফিরিয়ে আনলেন যেখান থেকে শুরু করেছিলেন। অতঃপর তিনি তাঁর পা দু’টি ধৌত করলেন।