الحديث


مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ





مسند الشافعي (50)


50 - أَخْبَرَنَا سُفْيَانُ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ حُمْرَانَ ، أَنَّ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ تَوَضَّأَ بِالْمَقَاعِدِ ثَلاثًا ثَلاثًا، ثُمّ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ` مَنْ تَوَضَّأَ وُضُوئِي هَذَا خَرَجَتْ خَطَايَاهُ مِنْ وَجْهِهِ وَيَدَيْهِ وَرِجْلَيْهِ ` *




অনুবাদঃ হুমরান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, উসমান (রা.) মাকাঈদ নামক স্থানে (বসার স্থানে) তিনবার করে (অঙ্গ ধৌত করে) ওযু করলেন। অতঃপর তিনি বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি:
‘যে ব্যক্তি আমার এই ওযুর ন্যায় ওযু করবে, তার গুনাহসমূহ তার মুখমণ্ডল, হাত এবং পা থেকে বের হয়ে যাবে।’