مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ
51 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ، قَالَ : دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِلالٌ، فَذَهَبَ لِحَاجَتِهِ، ثُمَّ خَرَجَا، قَالَ أُسَامَةُ : فَسَأَلْتُ بِلالا : مَاذَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَقَالَ بِلالٌ : ` ذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ تَوَضَّأَ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ ` *
অনুবাদঃ উসামা ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিলাল (রাঃ) প্রবেশ করলেন। অতঃপর তিনি (রাসূল সাঃ) তাঁর প্রয়োজনে গেলেন, তারপর তারা দুজন বেরিয়ে আসলেন। উসামা (রাঃ) বললেন, আমি বিলাল (রাঃ)-কে জিজ্ঞেস করলাম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তখন বিলাল (রাঃ) বললেন: তিনি তাঁর প্রয়োজনে গেলেন, এরপর তিনি ওযু করলেন। তিনি তাঁর মুখমণ্ডল ও দুই হাত ধুলেন, এরপর তাঁর মাথা মাসেহ করলেন এবং মোজার উপর মাসেহ করলেন।