مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী
1515 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ، ثنا عُيَيْنَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ قَالَ -489-: اسْتَعْمَلَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الطَّائِفِ، فَجَعَلَ يَعْرِضُ لِي شَيْءٌ فِي صَلَاتِي حَتَّى مَا أَدْرِي مَا أُصَلِّي، فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ابْنَ أَبِي الْعَاصِ؟» ، قُلْتُ: نَعَمْ، قَالَ: «مَا شَأْنُكَ؟» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، عَرَضَ لِي فِي صَلَاتِي حَتَّى مَا أَدْرِي مَا أُصَلِّي، قَالَ: «ذَاكَ الشَّيْطَانُ، ادْنُهْ» ، فَدَنَوْتُ مِنْهُ فَجَلَسْتُ عَلَى صُدُورِ قَدَمَيِّ، فَضَرَبَ صَدْرِي بِيَدِهِ، وَتَفَلَ فِي فِيَّ، وَقَالَ: «اخْرُجْ عَدُوَّ اللَّهِ، ثَلَاثَ مِرَارٍ» ، قَالَ: «الْحَقْ بِعَمَلِكَ» ، قَالَ عُثْمَانُ: فَلَعَمْرِي مَا أَحْسَبُهُ خَاءَ بَطْنِي بَعْدُ
অনুবাদঃ উসমান ইবনে আবিল আস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তায়েফের শাসক নিযুক্ত করেন। এরপর আমার সালাতের মধ্যে এমন কিছু ঘটতে শুরু করল যে, আমি কী সালাত আদায় করছি, তা-ও ভুলে যেতাম।
আমি যখন এই অবস্থা দেখলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। তিনি বললেন: “ইবনে আবিল আস?” আমি বললাম: হ্যাঁ। তিনি বললেন: “তোমার কী হয়েছে?”
আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমার সালাতের মধ্যে এমন কিছু ঘটে যে, আমি কী সালাত আদায় করছি, তা-ও ভুলে যাই।
তিনি বললেন: “ওটা শয়তান। আমার কাছে আসো।”
আমি তাঁর কাছে গেলাম এবং আমার পায়ের পাতার উপর ভর করে বসলাম। তিনি তাঁর হাত দিয়ে আমার বুকে আঘাত করলেন, আমার মুখে থুথু দিলেন (ফুঁ দিলেন) এবং তিনবার বললেন: “বেরিয়ে যা, হে আল্লাহর শত্রু!”
এরপর তিনি বললেন: “তোমার কর্মস্থলে ফিরে যাও।”
উসমান (রাঃ) বলেন: আমার জীবনের শপথ! এরপর আমি সেটিকে (এই সমস্যাকে) আর আমার পেটে অনুভব করিনি।