مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস
1115 - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ ، ثنا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ ، ثنا أَبُو صَالِحٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ: ` بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَرِيَّةِ نَخْلَةَ وَمَعَنَا عَمْرُو بْنُ سُرَاقَةَ فَكَانَ رَجُلًا لَطِيفَ الْبَطْنِ طَوِيلًا فَجَاعَ فَانْثَنَى صُلْبُهُ فَكَانَ لَا يَسْتَطِيعُ أَنْ يَمْشِيَ ، فَسَقَطَ عَلَيْنَا فَأَخَذْنَا صَفِيحَةً مِنْ حِجَارَةٍ فَرَبَطْنَاهَا عَلَى بَطْنِهِ ثُمَّ شَدَّدْنَا إِلَى صُلْبِهِ فَمَشَى مَعَنَا فَجِئْنَا حَيًّا مِنَ الْعَرَبِ فَضَيَّفُونَا فَمَشَى مَعَنَا، قَالَ: كُنْتُ أَحْسَبُ الرِّجْلَيْنِ يَحْمِلَانِ الْبَطْنَ، فَإِذَا الْبَطْنُ يَحْمِلُ الرِّجْلَيْنِ `
অনুবাদঃ আমির ইবনু রাবীআহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ‘নাখলা’ সামরিক অভিযানে প্রেরণ করলেন। আমাদের সাথে ছিলেন আমর ইবনু সুরাকাহ। তিনি ছিলেন হালকা পেটের অধিকারী, লম্বা একজন লোক। তিনি ক্ষুধার্ত হলেন এবং তাঁর মেরুদণ্ড বেঁকে গেল। ফলে তিনি হাঁটতে পারছিলেন না এবং (ক্লান্ত হয়ে) আমাদের ওপর পড়ে গেলেন। তখন আমরা পাথরের একটি চ্যাপ্টা শিলাখণ্ড নিয়ে তাঁর পেটের ওপর বাঁধলাম। এরপর শক্তভাবে তাঁর মেরুদণ্ডের দিকে টেনে বাঁধলাম, ফলে তিনি আমাদের সাথে হাঁটলেন। আমরা আরবের একটি গোত্রের কাছে পৌঁছলাম এবং তারা আমাদের আতিথেয়তা করল, অতঃপর তিনি আমাদের সাথে হাঁটলেন। তিনি (আমর) বললেন, ‘আমি মনে করতাম যে পা দুটিই পেটকে বহন করে, কিন্তু দেখা গেল যে, পেটই পা দুটিকে বহন করে।’