الحديث


مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস





مسند الحارث (29)


29 - حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعِيدٍ، ثنا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «إِذَا رَأَيْتُمُ الزَّانِيَ وَالسَّارِقَ وَشَارِبَ الْخَمْرِ مَا تَقُولُونَ فِيهِمْ؟» قَالَ: قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: «هُنَّ فَوَاحِشُ وَفِيهِنَّ عُقُوبَةٌ أَوَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ الْإِشْرَاكُ بِاللَّهِ» ، ثُمَّ قَالَ: {وَمَنْ يُشْرِكُ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا} [النساء: 48] ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ ، ثُمَّ قَالَ: {أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ} [لقمان: 14] قَالَ: وَكَانَ مُتَّكِئًا فَاحْتَفَزَ وَقَالَ: «أَلَا وَقَوْلُ الزُّورِ أَلَا وَقَوْلُ الزُّورِ»




অনুবাদঃ ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যখন তোমরা ব্যভিচারী, চোর এবং মদ পানকারীকে দেখো, তখন তোমরা তাদের সম্পর্কে কী বলো?" তিনি (ইমরান) বলেন, আমরা বললাম: আল্লাহ ও তাঁর রাসূলই অধিক অবগত। তিনি বললেন: "এগুলো (ঘৃণ্য) অশ্লীল কাজ এবং এগুলোতে (শারীরিক) শাস্তি রয়েছে। আমি কি তোমাদেরকে কবীরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড়টি সম্পর্কে অবহিত করব না? তা হলো আল্লাহর সাথে শিরক করা।" এরপর তিনি বললেন: {আর যে আল্লাহর সাথে শিরক করে, সে তো এক মহা পাপের অপবাদ দেয়।} [সূরা নিসা: ৪৮] "এবং মাতা-পিতার অবাধ্যতা।" এরপর তিনি বললেন: {আমার প্রতি ও তোমার মাতা-পিতার প্রতি কৃতজ্ঞ হও।} [সূরা লুকমান: ১৪] তিনি (ইমরান) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, এরপর সোজা হয়ে বসলেন এবং বললেন: "সাবধান! আর তা হলো মিথ্যা সাক্ষ্য/মিথ্যা কথা। সাবধান! আর তা হলো মিথ্যা সাক্ষ্য/মিথ্যা কথা।"