مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস
41 - حَدَّثَنَا مُحَمَّدٌ، ثنا إِسْمَاعِيلُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي الرُّدَيْنِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَا مِنْ قَوْمٍ يَجْتَمِعُونَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ عز وجل وَيَتَعَاطُونَهُ بَيْنَهُمْ إِلَّا كَانُوا أَضْيَافًا لِلَّهِ عز وجل وَإِلَّا حَفَّتْ بِهِمُ الْمَلَائِكَةُ حَتَّى يَقُومُوا أَوْ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَمَا مِنْ عَبْدٍ يَخْرُجُ مِنْ بَيْتِهِ إِلَى مَسْجِدِ جَمَاعَةٍ فَيُؤَدِّي فِيهِ صَلَاةً مَفْرُوضَةً إِلَّا سَهَّلَ اللَّهُ عز وجل لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ ، وَمَا مِنْ عَبْدٍ يَغْدُو فِي طَلَبِ عِلْمٍ مَخَافَةَ أَنْ يَمُوتَ أَوْ فِي إِحْيَاءِ سُنَّةٍ مَخَافَةَ أَنْ تَدْرُسَ إِلَّا كَانَ كَالْغَادِي الرَّائِحِ فِي سَبِيلِ اللَّهِ ، وَمَنْ يُبْطِئُ بِهِ عَمَلُهُ لَا يُسْرِعُ بِهِ نَسَبُهُ»
অনুবাদঃ যখনই কোনো সম্প্রদায় একত্রিত হয়ে আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করে এবং একে অপরের মধ্যে তা আলোচনা করে, তখন তারা আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। আর ফিরিশতাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, যতক্ষণ না তারা উঠে যায় অথবা তা ব্যতীত অন্য কোনো কথায় মগ্ন হয়ে যায়। আর যে কোনো বান্দা তার ঘর থেকে জামাআতের মাসজিদের দিকে বের হয় এবং সেখানে ফরয সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য এর বিনিময়ে জান্নাতের পথ সহজ করে দেন। আর কোনো বান্দাই যদি মৃত্যুভয়ে অথবা সুন্নত বিলুপ্ত হয়ে যাওয়ার ভয়ে ইলম অন্বেষণের জন্য অথবা কোনো সুন্নতকে পুনরুজ্জীবিত করার জন্য সকাল-সন্ধ্যা যাতায়াত করে, তবে সে আল্লাহ্র পথে সকাল-সন্ধ্যা যাতায়াতকারীর (মুজাহিদের) মতো গণ্য হবে। আর যার আমল তাকে ধীরগতিসম্পন্ন করে, তার বংশ তাকে দ্রুতগতিসম্পন্ন করতে পারবে না।