مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস
57 - حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، ثنا أَبُو حَيْوَةَ، عَنْ أَرْطَاةَ، عَنْ أَبِي الضَّحَّاكِ، قَالَ: أَتَيْتُ ابْنَ عُمَرَ فَسَأَلْتُهُ عَنْ شَيْءٍ، مِنَ الْعِلْمِ فَقَالَ: مِمَّنْ أَنْتَ؟ فَقُلْتُ: مِنْ أَهْلِ الشَّامِ قَالَ: مِنْ أَيِّ أَهْلِ الشَّامِ؟ قُلْتُ: مِنْ حِمْصٍ قَالَ: مِنْ حِمْصٍ ` جِئْتَ تَطْلُبُ الْعِلْمَ مِنْ هَاهُنَا؟ قُلْتُ: مَا يَمْنَعُنِي أَنْ أَطْلُبَ الْعِلْمَ مِنْ مِثْلِكَ وَأَنْتَ صَاحِبُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم؟ قَالَ: «فَإِنِّي أُخْبِرُكَ أَنَّ الْعُصَابَةَ الْأُولَى سَارُوا تِلْوَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى نَزَلُوا الشَّامَ ثُمَّ جُنْدُكَ خَاصَّةً فَانْظُرْ مَا كَانُوا عَلَيْهِ فَانْتَهِ إِلَيْهِ»
অনুবাদঃ আবু দাহ্হাক (রহিমাহুল্লাহ) বলেন: আমি ইবনু উমারের (রাদিয়াল্লাহু আনহু) নিকট এসে তাঁকে জ্ঞানের কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ‘তুমি কোথাকার লোক?’ আমি বললাম, ‘আমি শামের অধিবাসী।’ তিনি বললেন, ‘শামের কোন এলাকার?’ আমি বললাম, ‘হিমসের।’ তিনি বললেন, ‘হিমস থেকে এখানে জ্ঞান অন্বেষণ করতে এসেছো?’ আমি বললাম, ‘আপনার মতো ব্যক্তির কাছ থেকে জ্ঞান অন্বেষণ করা থেকে আমাকে কী বারণ করতে পারে? আর আপনি তো আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবী।’
তিনি বললেন, ‘তাহলে আমি তোমাকে জানাচ্ছি যে, প্রথম দলটি আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুসরণ করে চলল, এমনকি তারা শামে বসতি স্থাপন করল। এরপর বিশেষভাবে তোমাদের সৈন্যদলও সেখানে ছিল। সুতরাং তারা যে (নীতির) ওপর ছিল, তোমরা তা দেখো এবং তারই অনুসরণ করো (বা তার দিকেই ফিরে যাও)।’