مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস
56 - حَدَّثَنَا عَفَّانُ، ثنا أَبُو الْأَشْهَبِ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ خُثَيْمٍ، عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الشَّامِ، أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِهِ حَدَّثَهُ قَالَ: ` خَطَبَنَا نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم خُطْبَةً مَضَتْ مِنْهَا الْجُلُودُ وَذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ قَالَ: فَقُلْنَا يَا نَبِيَّ اللَّهِ كَأَنَّ هَذَا مِنْكَ وَدَاعٌ فَلَوْ عَهِدْتَ إِلَيْنَا قَالَ: «اتَّقُوا اللَّهَ وَالزَّمُوا سُنَّتِي وَسُنَّةَ الْخُلَفَاءِ مِنْ بَعْدِي الْهَادِيَةَ الْمَهْدِيَّةَ فَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ ، وَإِنِ اسْتَعْمَلُوا عَلَيْكُمْ حَبَشِيًّا مُجَدَّعًا فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»
অনুবাদঃ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে এক ভাষণ দিলেন, যার কারণে চামড়া কম্পিত হলো, চোখগুলো অশ্রুসিক্ত হলো এবং অন্তরগুলো ভীত-সন্ত্রস্ত হয়ে গেল। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, ‘হে আল্লাহর নবী! এটি যেন আপনার পক্ষ থেকে বিদায়ী ভাষণ। অতএব আপনি যদি আমাদের জন্য কোনো উপদেশ (বা অঙ্গীকার) দিতেন।’ তিনি বললেন: ‘তোমরা আল্লাহকে ভয় করো, আমার সুন্নাতকে এবং আমার পরে হেদায়াতপ্রাপ্ত ও সঠিক পথপ্রাপ্ত খুলাফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তোমরা তা মাড়ির দাঁত দিয়ে (অর্থাৎ মজবুতভাবে) কামড়ে ধরবে। যদি তোমাদের উপর নাক-কাটা হাবশী গোলামকেও শাসক বানানো হয়, তবুও তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। কেননা প্রতিটি বিদ'আতই হলো গোমরাহী (বা পথভ্রষ্টতা)।’