مسند البزار
Musnad Al Bazzar
মুসনাদ আল বাযযার
مسند البزار (10351)
269 - حدثنا أبو كريب، قالَ: حَدَّثَنا أَبُو مُعَاوِيَةَ ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ ، عَنْ عمرة ، عن عائشة رضي الله عنها أنها سئلت ، عن الغسل يوم الجمعة فقالت: كان الناس عمال أنفسهم فقيل لهم لو اغتسلتم وأحسبه أن في الحديث فكانوا يروحون كهيآتهم فقيل لهم لو اغتسلتم.
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে তাঁকে জুমুআর দিনের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন: লোকেরা নিজেদের কাজ নিজেরা করত (অর্থাৎ কায়িক শ্রমে নিয়োজিত ছিল)। তখন তাদের বলা হলো, ‘যদি তোমরা গোসল করতে!’ আর আমার ধারণা, হাদীসের মধ্যে এ কথাও আছে যে, তারা (মসজিদে) তাদের নিজস্ব অবস্থায় চলে আসত। অতঃপর তাদের বলা হলো, ‘যদি তোমরা গোসল করতে!’