الحديث


مسند البزار
Musnad Al Bazzar
মুসনাদ আল বাযযার





مسند البزار (66)


66 - فَأَمَّا حَدِيثُ شُعْبَةَ، فَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ قَالَ: نا رَوْحُ بْنُ عُبَادَةَ ⦗ص: 136⦘ قَالَ: نا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي بَكْرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ⦗ص: 137⦘.




অনুবাদঃ ৬৬ - শু'বার হাদীসটি হলো: তা আমাদের নিকট বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু মা'মার। তিনি বলেন: আমাদের নিকট বর্ণনা করেছেন রওহ ইবনু উবাদাহ। তিনি বলেন: আমাদের নিকট বর্ণনা করেছেন শু'বাহ, তিনি ইসমাঈল থেকে, তিনি কায়স থেকে, তিনি আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, তিনি নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে।