مسند الشاشي
Musnad Ash-Shashi
মুসনাদ আশ শাশী
1481 - حَدَّثَنَا الْعَبَّاسُ، نا عُبَيْدُ اللَّهِ، نا شَيْبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ جِبْرِيلَ عِنْدَ أَحْجَارِ الْمِرَاءِ فَقَالَ: «يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَمٍ فِيهِمُ الْعَجُوزُ وَالشَّيْخُ الْكَبِيرُ وَالْغُلَامُ وَالْجَارِيَةُ وَالرَّجُلُ الْعَانِسُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ» . فَقَالَ: يَا مُحَمَّدُ الْقُرْآنُ نَزَلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ
অনুবাদঃ উবাই ইবনু কা'ব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরা নামক স্থানের পাথরগুলোর কাছে জিবরীল (আলাইহিস সালাম)-এর সাথে সাক্ষাৎ করলেন। অতঃপর তিনি বললেন: "হে জিবরীল! আমাকে এমন জাতিসমূহের নিকট প্রেরণ করা হয়েছে যাদের মধ্যে বৃদ্ধা, অতি বৃদ্ধ, ছোট ছেলে, বালিকা এবং এমন বয়স্ক পুরুষও রয়েছে যে কখনো কোনো কিতাব পড়েনি।" তখন তিনি (জিবরীল) বললেন: "হে মুহাম্মাদ! কুরআন সাত হরফে নাযিল করা হয়েছে।"