مسند الشاشي
Musnad Ash-Shashi
মুসনাদ আশ শাশী
1482 - حَدَّثَنَا عِيسَى بْنُ أَحْمَدَ، نا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَأَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَبِعَ جَنَازَةٍ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيُفْرَغَ مِنْهَا فَلَهُ قِيرَاطَانِ، وَمَنْ تَبِعَهَا حَتَّى يُصَلَّى عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ. وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَهُوَ أَثْقَلُ فِي مِيزَانِهِ مِنْ أُحُدٍ»
অনুবাদঃ উবাই ইবনু কা'ব (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "যে ব্যক্তি কোনো জানাজার অনুসরণ করে, যতক্ষণ না তার সালাত আদায় করা হয় এবং দাফনকার্য সম্পন্ন করা হয়, তার জন্য দুটি ক্বীরাত রয়েছে। আর যে ব্যক্তি তার অনুসরণ করে, কেবল তার সালাত আদায় হওয়া পর্যন্ত, তার জন্য একটি ক্বীরাত রয়েছে। যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ, সেই সত্তার শপথ! এটি (এই সওয়াব) তার মিজানে (আমলের পাল্লায়) উহুদ পর্বতের চেয়েও বেশি ভারী হবে।"