الحديث


مسند أبي يعلى الموصلي
Musnad Abi Yala Al Mawsili
মুসনাদ আবী ইয়া`লা আল মাউসিলী





مسند أبي يعلى الموصلي (209)


209 - حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، بَاعَ مِنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ مِائَةَ دِينَارٍ بِوَرِقٍ، فَقَالَ عُمَرُ: مِثْلُهَا فِي يَدِهِ، قُلْتُ: مَا لِي مَالٌ حَتَّى يَجِيءَ صَاحِبُ ضَيْعَتِي مِنَ الْغَابَةِ. فَقَالَ: لَا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الذَّهَبُ بِالْفِضَّةِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ»

تحقيق الشيخ سعيد بن محمد السناري:
209 - صحيح




অনুবাদঃ মালিক ইবনু আউস ইবনুল হাদাসান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,

উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তালহা ইবনু উবাইদুল্লাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে একশত দিনার (স্বর্ণমুদ্রা) রৌপ্যমুদ্রার (ওয়ারাক) বিনিময়ে বিক্রি করলেন। উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: এর সমপরিমাণ মূল্য যেন (তাৎক্ষণিক) তার হাতে থাকে। তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: ’গাবাহ’ নামক স্থান থেকে আমার বাগানের লোক আসার আগে আমার কাছে কোনো (নগদ) সম্পদ নেই।

(তখন) উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: না (বিলম্ব করা যাবে না)! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: "স্বর্ণের বিনিময়ে রৌপ্য (বিনিময় করা) সুদ হবে, যদি না তা হাতেনাতে আদান-প্রদান করা হয় (তাৎক্ষণিক লেনদেন করা হয়)।"