مسند أبي يعلى
Musnad Abi Ya’la
মুসনাদ আবী ইয়া`লা
71 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ، أَخْبَرَنِي زَيْدُ بْنُ ثَابِتٍ، أَنَّ أَبَا بَكْرٍ أَرْسَلَ إِلَيْهِ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ، قَالَ: فَأَتَيْتُهُ، فَإِذَا عُمَرُ عِنْدَهُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ عُمَرَ أَتَانِي فَقَالَ: إِنَّ الْقَتْلَ قَدِ اسْتَحَرَّ بِأَهْلِ الْيَمَامَةِ مِنْ قُرَّاءِ الْقُرْآنِ، أَوِ النَّاسِ شَكَّ أَبُو يَعْلَى، فَأَنَا أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ فِي الْمَوَاطِنِ كُلِّهَا فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ الْقُرْآنِ لَا يُوعَى، وَإِنِّي أَرَى أَنْ تَأْمُرَ بِجَمْعِ الْقُرْآنِ. قُلْتُ لِعُمَرَ: كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ عُمَرُ: هُوَ وَاللَّهِ خَيْرٌ. فَلَمْ يَزَلْ يُرَاجِعُنِي فِي ذَلِكَ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي، وَرَأَيْتُ فِيهِ الَّذِي رَأَى عُمَرُ، فَقَالَ زَيْدٌ: وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لَا يَتَكَلَّمُ. فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّكَ لَشَابٌّ، عَاقِلٌ، وَلَا نَتَّهِمُكَ، وَكُنْتَ تَكْتُبُ الْوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاتَّبِعِ الْقُرْآنَ فَاجْمَعْهُ، قَالَ زَيْدٌ: " فَوَاللَّهِ لَوْ كَلَّفُونِي نَقْلَ جَبَلٍ مِنَ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ الْقُرْآنِ، فَقُلْتُ: كَيْفَ تَفْعَلُونَ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ " قَالَ: هُوَ وَاللَّهِ خَيْرٌ. فَلَمْ يَزَلْ يُرَاجِعُنِي حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي بِالَّذِي شَرَحَ بِهِ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ، فَجَمَعْتُ الْقُرْآنَ أَتَتَبَّعُهُ مِنَ الرِّقَاعِ وَالْأَكْتَافِ وَصُدُورِ الرِّجَالِ، حَتَّى وَجَدْتُ آخِرَ سُورَةِ التَّوْبَةِ مَعَ خُزَيْمَةَ الْأَنْصَارِيِّ، لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ غَيْرِهِ {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ} [التوبة: 128] إِلَى آخِرِ الْآيَةِ، فَكَانَتِ الْمَصَاحِفُ الَّتِي جَمَعْنَا فِيهَا الْقُرْآنَ عِنْدَ أَبِي بَكْرٍ حَيَاتَهُ، حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ عُمَرَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ حَفْصَةَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناه صحيح
تحقيق الشيخ سعيد بن محمد السناري:
71 - صحيح. مضى تخريجه مطولًا في الحديث [رقم 64].
অনুবাদঃ যায়েদ ইবনে সাবিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যখন ইয়ামামার যুদ্ধে বহু সাহাবী শহীদ হলেন, তখন আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমার কাছে লোক পাঠালেন। আমি তাঁর কাছে গেলাম। সেখানে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-ও উপস্থিত ছিলেন।
তখন আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমার কাছে এসে বলেছেন যে, ইয়ামামার যুদ্ধে কুরআন পাঠকারী (ক্বারী) তথা বহু লোক শহীদ হয়ে গিয়েছেন। (বর্ণনাকারী আবূ ইয়া’লা সন্দেহ পোষণ করেছেন: ‘কুরআন পাঠকারী’ নাকি ‘মানুষ’ বলেছেন)। আমার ভয় হচ্ছে, যদি বিভিন্ন স্থানে এভাবে হত্যাকাণ্ড চলতে থাকে, তাহলে কুরআনের অনেক অংশ সংরক্ষিত থাকা সত্ত্বেও হারিয়ে যাবে। আমার মনে হয় আপনি কুরআন সংকলনের (একত্র করার) নির্দেশ দিন।
আমি (আবূ বকর) উমরকে বললাম: এমন কাজ কীভাবে করব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? উমর বললেন: আল্লাহর কসম, এটা অবশ্যই উত্তম কাজ। উমর এ বিষয়ে বারবার আমার সাথে কথা বলতে থাকলেন, অবশেষে আল্লাহ্ আমার অন্তরকে উন্মুক্ত করে দিলেন এবং উমর যা দেখছিলেন, আমিও সেই কল্যাণ দেখতে পেলাম।
যায়েদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন: সেই সময় উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সেখানে নীরবে বসেছিলেন। অতঃপর আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: আপনি একজন যুবক, বুদ্ধিমান এবং আমরা আপনার প্রতি কোনো সন্দেহ পোষণ করি না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওহী লিখতেন। সুতরাং আপনি কুরআন অনুসরণ করে তা সংকলন করুন।
যায়েদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন: আল্লাহর কসম! যদি তাঁরা আমাকে পাহাড়ের মধ্য থেকে কোনো একটি পাহাড় সরানোর দায়িত্ব দিতেন, তবে তা কুরআন সংকলনের এই দায়িত্বের চেয়ে আমার কাছে বেশি কঠিন মনে হতো না। আমি বললাম: কীভাবে আপনারা এমন কাজ করবেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? তিনি (আবূ বকর) বললেন: আল্লাহর কসম, এটা অবশ্যই উত্তম কাজ।
তিনি আমার সাথে বারবার আলোচনা করতে থাকলেন, অবশেষে আল্লাহ্ আমার অন্তরকে ঠিক সেই কাজের জন্য উন্মুক্ত করে দিলেন, যার জন্য আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর অন্তরকে উন্মুক্ত করে দিয়েছিলেন।
অতঃপর আমি চামড়ার টুকরা, পশুর কাঁধের হাড় এবং হাফেজগণের বক্ষস্থল (স্মৃতি) থেকে খুঁজে খুঁজে কুরআন সংকলন করলাম। এমনকি সূরা তাওবার শেষাংশ আমি খুযাইমা আল-আনসারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে পেয়ে গেলাম—যা তাঁর ব্যতীত অন্য কারো কাছে পাইনি। [তা হলো:] "তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন..." (সূরা তাওবাঃ ১২৮) আয়াত থেকে শেষ পর্যন্ত।
অতঃপর আমরা যে সহীফাগুলোতে কুরআন সংকলন করেছিলাম, তা আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর জীবদ্দশায় তাঁর কাছেই ছিল, যতক্ষণ না আল্লাহ্ তাঁকে উঠিয়ে নিলেন। এরপর তা উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে ছিল, যতক্ষণ না আল্লাহ্ তাঁকে উঠিয়ে নিলেন। এরপর তা হাফসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে রক্ষিত ছিল।