مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ
مسند ابن الجعد (19)
19 - قَالَ : وَسَمِعْتُ أَبَا الْوَلِيدِ , يَقُولُ : سَمِعْتُ حَمَّادَ بْنَ زَيْدٍ ، يَقُولُ : ` إِذَا خَالَفَنِي شُعْبَةُ تَرَكْتُ مَا فِي يَدَيَّ، لأَنَّهُ لَمْ يَكُنْ يَرْضَى أَنْ يَسْمَعَ الشَّيْءَ مَرَّةً حَتَّى يَعُودَ فِيهِ مَرَّتَيْنِ، وَكُنَّا نَحْنُ نَجْتَرِئُ ` *
অনুবাদঃ হাম্মাদ ইবনে যায়দ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন:
"যদি শু‘বাহ (ইবনুল হাজ্জাজ) আমার বিরোধিতা করেন, তাহলে আমার হাতে যা আছে (আমার বর্ণনা), আমি তা ছেড়ে দিই। কারণ তিনি কোনো বিষয় একবার শুনে সন্তুষ্ট হতেন না, যতক্ষণ না তিনি তা দুবার বা তারও বেশি বার পুনরাবৃত্তি করতেন (শুনে নিশ্চিত হতেন)। অথচ আমরা (অন্যরা) ছিলাম অপেক্ষাকৃত সাহসী (অর্থাৎ, কম যাচাই-বাছাইয়েই সন্তুষ্ট থাকতাম)।"