الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (20)


20 - قَالَ ابْنُ مَنِيعٍ , قَالَ ابْنُ شَبُّوَيْهِ : وَحَدَّثَنِي أَبِي ، قَالَ : حَدَّثَنِي النَّضْرُ بْنُ شُمَيْلٍ ، قَالَ : ` مَا رَأَيْتُ أَرْحَمَ بِمِسْكِينٍ مِنْ شُعْبَةَ، وَكَانَ إِذَا رَأَى الْمِسْكِينَ لا يَزَالُ يَنْظُرُ إِلَيْهِ حَتَّى يَغِيبَ عَنْ وَجْهِهِ ` *




অনুবাদঃ আন-নাদর ইবনে শুমাইল (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:

আমি শু’বা (রাহিমাহুল্লাহ)-এর চেয়ে কোনো মিসকীন (দরিদ্র)-এর প্রতি অধিক দয়ালু কাউকে দেখিনি। আর তিনি যখন কোনো মিসকীনকে দেখতেন, তখন তার দিক থেকে দৃষ্টি সরাতেন না যতক্ষণ না সে তাঁর দৃষ্টির আড়াল হয়ে যেত।