مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ
مسند ابن الجعد (21)
21 - قَالَ ابْنُ شَبُّوَيْهِ ، وَحَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، قَالَ : ` كَانَ شُعْبَةُ إِذَا قَامَ فِي مَجْلِسِهِ سَائِلٌ لا يُحَدِّثُ حَتَّى يُعْطَى، فَقَامَ يَوْمًا سَائِلٌ ثُمَّ جَلَسَ، فَقَالَ : مَا شَأْنُهُ ؟ فَقَالُوا : ضَمِنَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ أَنْ يُعْطِيَهُ دِرْهَمًا ` *
অনুবাদঃ মুসলিম ইবনে ইবরাহীম (রহ.) থেকে বর্ণিত,
শু’বা (রহ.)-এর এই নিয়ম ছিল যে, যখন তাঁর মজলিসে কোনো সাহায্যপ্রার্থী দাঁড়াতো, তাকে কিছু না দেওয়া পর্যন্ত তিনি হাদীস বর্ণনা শুরু করতেন না। একদিন একজন ভিক্ষুক দাঁড়ালো এবং এরপর সে বসে পড়লো। তখন তিনি (শু’বা) জিজ্ঞেস করলেন, "তার কী হলো?" লোকেরা বলল, "আব্দুর রহমান ইবনে মাহদী তাকে এক দিরহাম দেওয়ার জামিন হয়েছেন।"