الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (2999)


2999 - حَدَّثَنَا عَلِيٌّ ، أنَا ابْنُ ثَوْبَانَ ، عَنْ أَبِيهِ ، أَنَّهُ سَمِعَ مَكْحُولا يُحَدِّثُ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` عِمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ ، وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ، وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ ` ، ثُمَّ ضَرَبَ عَلَى فَخِذِ الرَّجُلِ الَّذِي حَدَّثَهُ مُعَاذٌ أَوْ عَلَى مَنْكِبِهِ، ثُمَّ قَالَ : ` إِنَّ هَذَا لَحَقٌّ كَمَا أَنَّكَ هَا هُنَا، أَوْ كَمَا أَنَّكَ هَا هُنَا قَاعِدٌ ` *




অনুবাদঃ মু’আয ইবনু জাবাল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"বাইতুল মাকদিসের সমৃদ্ধি হবে ইয়াছরিবের (মদীনার) ধ্বংসের পর। আর ইয়াছরিবের ধ্বংস হবে মালহামা (মহাযুদ্ধ) শুরু হওয়ার কারণ। আর মালহামার শুরু হবে কন্সট্যান্টিনোপল (কুসতুনতিনিয়াহ) বিজয়ের মাধ্যমে। আর কন্সট্যান্টিনোপল বিজয়ের পরই দাজ্জালের আবির্ভাব ঘটবে।"

এরপর (বর্ণনাকারী) মু’আয (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যার কাছে এই হাদীস বর্ণনা করছিলেন, তার উরুতে অথবা তার কাঁধে হাত দিয়ে আঘাত করলেন। অতঃপর তিনি বললেন: "নিশ্চয় এই ঘটনা তেমনই সত্য, যেমন তুমি এখানে উপস্থিত আছো, অথবা যেমন তুমি এখানে বসে আছো।"