مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ
3006 - حَدَّثَنَا عَلِيٌّ ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ رَاشِدٍ ، نَا مَكْحُولٌ ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ ، أَنَّ عَمَّهُ الْبَرَاءُ بْنُ مَالِكٍ بَارَزَ رَجُلا مِنْ أَهْلِ فَارِسَ فَقَتَلَهُ، فَبَلَغَ سَلَبُهُ أَرْبَعِينَ أَلْفًا، فَكَتَبَ عُمَرُ إِلَى عَامِلِ الْخُمُسِ : ` أَنْ خُذْ خُمُسَ ذَلِكَ السَّلَبِ وَادْفَعْ إِلَى الْبَرَاءِ سَائِرَ ذَلِكَ ` *
অনুবাদঃ বারা ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি পারস্যের (ফারসের) এক ব্যক্তির সাথে দ্বৈত যুদ্ধে অবতীর্ণ হলেন এবং তাকে হত্যা করলেন। ফলে লুণ্ঠিত সম্পদ (সালাব) বাবদ চল্লিশ হাজার (মুদ্রা) অর্জিত হলো। তখন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এক-পঞ্চমাংশ (খুমুস) আদায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নিকট এই মর্মে পত্র লিখলেন: ‘তুমি ঐ লুণ্ঠিত সামগ্রীর খুমুস (এক-পঞ্চমাংশ) গ্রহণ করো এবং অবশিষ্ট অংশ বারা-কে দিয়ে দাও।’