الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (58)


58 - نا عَلِيُّ بْنُ الْجَعْدِ ، قَالَ : أَخْبَرَنَا شُعْبَةُ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، قَالَ : كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ ، وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمَرَّتْ بِهِمَا جَنَازَةٌ، فَقَامَا، فَقِيلَ : إِنَّمَا هُوَ مِنْ أَهْلِ الأَرْضِ ؟ فَقَالا : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جَنَازَةٌ، فَقَامَ، فَقِيلَ : إِنَّمَا هِيَ جَنَازَةُ يَهُودِيٍّ، فَقَالَ : ` أَلَيْسَتْ نَفْسًا ؟ ` *




অনুবাদঃ সাহল ইবনু হুনাইফ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং কায়স ইবনু সা‘দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁরা দুজন ক্বাদেরিয়াতে বসা ছিলেন। তখন তাঁদের সামনে দিয়ে একটি জানাজা অতিক্রম করল। ফলে তাঁরা দুজন দাঁড়িয়ে গেলেন।

তখন তাঁদের বলা হলো: “সে (মৃত ব্যক্তি) তো কেবল এখানকার সাধারণ অধিবাসী (অর্থাৎ অমুসলিম)।”

জবাবে তাঁরা বললেন: “নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়েও একবার একটি জানাজা অতিক্রম করেছিল, তখন তিনিও দাঁড়িয়েছিলেন। তাঁকে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে) বলা হয়েছিল: ‘সেটি তো একজন ইহুদির জানাজা ছিল।’ তখন তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: ‘সে কি একটি প্রাণ নয়?’”