الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (59)


59 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ ، قَالَ : أَخْبَرَنَا شُعْبَةُ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، قَالَ : سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى يُحَدِّثُ، عَنِ الْبَرَاءِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` أَنَّهُ كَانَ يَقْنُتُ فِي الصُّبْحِ ` ، قَالَ عَمْرٌو : فَذَكَرْتُ ذَلِكَ لإِبْرَاهِيمَ، فَقَالَ : لَمْ يَكُنْ كَأَصْحَابِ عَبْدِ اللَّهِ، كَانَ صَاحِبَ أَمْرٍ، قَالَ : فَرَجَعْتُ، فَتَرَكْتُ الْقُنُوتَ، فَقَالَ أَهْلُ مَسْجِدِنَا : تَالَلَّهِ مَا رَأَيْنَا كَالْيَوْمِ قَطُّ شَيْئًا لَمْ يَزَلْ فِي مَسْجِدِنَا، قَالَ : فَرَجَعْتُ إِلَى الْقُنُوتِ، فَبَلَغَ ذَلِكَ إِبْرَاهِيمَ، فَلَقِيَنِي، فَقَالَ : هَذَا مَغْلُوبٌ عَلَى صَلاتِهِ *




অনুবাদঃ বারা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে কুনূত (দোয়া) পড়তেন।

আমর (ইবনু মুররা) বলেন, আমি এই বিষয়টি ইবরাহীমের (ইবরাহীম নাখঈর) নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, তিনি (নবী) আব্দুল্লাহর (ইবনে মাসউদ) সাথীদের মতো ছিলেন না; তিনি (শরীয়তের) কর্তৃত্বের অধিকারী ছিলেন। (আমর) বলেন, এরপর আমি ফিরে এলাম এবং কুনূত পড়া ছেড়ে দিলাম। তখন আমার মসজিদের লোকেরা বলল: আল্লাহর কসম! এমন জিনিস আমরা আগে কখনও দেখিনি, যা সর্বদা আমাদের মসজিদে প্রচলিত ছিল (অর্থাৎ কুনূত)। (আমর) বলেন, এরপর আমি আবার কুনূত পাঠের দিকে ফিরে গেলাম। যখন এই খবর ইবরাহীমের নিকট পৌঁছাল, তিনি আমার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন: ‘এই ব্যক্তি তার সালাতের বিষয়ে অন্যের দ্বারা প্রভাবিত।’