الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (6)


6 - نا عَلِيُّ بْنُ سَهْلٍ النَّسَائِيُّ ، قَالَ : نا عَفَّانُ ، قَالَ : نا حَمَّادُ بْنُ زَيْدٍ ، قَالَ : قَالَ لَنَا أَيُّوبُ : ` الآنَ يَقْدَمُ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ أَهْلِ وَاسِطَ يُقَالُ لَهُ : شُعْبَةُ، هُوَ فَارِسٌ فِي الْحَدِيثِ، فَإِذَا قَدِمَ فَخُذُوا عَنْهُ ` ، قَالَ حَمَّادٌ : فَلَمَّا قَدِمَ شُعْبَةُ أَخَذْتُ عَنْهُ *




অনুবাদঃ হাম্মাদ ইবনে যায়েদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আইয়ুব (রাহিমাহুল্লাহ) আমাদের বলেছিলেন: "অল্প কিছুক্ষণের মধ্যেই ওয়াসিতবাসী এক ব্যক্তি তোমাদের কাছে আগমন করবেন, তাঁকে শু’বাহ বলা হয়। তিনি হাদীসের ক্ষেত্রে একজন মহাপণ্ডিত (ফারেস/বিশেষজ্ঞ)। সুতরাং, যখন তিনি আগমন করবেন, তোমরা তাঁর কাছ থেকে (জ্ঞান) গ্রহণ করবে।"

হাম্মাদ (রাহিমাহুল্লাহ) বলেন: "অতঃপর যখন শু’বাহ আগমন করলেন, আমি তাঁর কাছ থেকে (জ্ঞান) গ্রহণ করেছিলাম।"