الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (63)


63 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي الْعَجْفَاءِ السُّلَمِيِّ، قَالَ : خَطَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ : ` أَلا لا تُغْلُوا صُدُقَ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا وَتَقْوَى عِنْدَ اللَّهِ، كَانَ أَوْلاكُمْ بِهَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا زَوَّجَ أَحَدًا مِنْ بَنَاتِهِ وَلا تَزَوَّجَ أَحَدًا مِنْ نِسَائِهِ بِأَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً، إِنَّ أَحَدَكُمْ لَيُغْلِي صَدَقَةَ الْمَرْأَةِ حَتَّى يَكُونَ فِدَاؤُهُ لَهَا، فَيَقُولُ : قَدْ كَلِفْتُ لَكِ عَلَقَ الْقِرْبَةِ، أَوْ قَالَ : عَرَقَ الْقِرْبَةِ ` *




অনুবাদঃ আবুল আজফা আস-সুলামী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) খুতবা প্রদান করলেন এবং বললেন:

‘সাবধান! তোমরা নারীদের দেনমোহরের পরিমাণ অত্যধিক করো না। কারণ যদি তা (দেনমোহর বৃদ্ধি করা) দুনিয়ায় কোনো সম্মানজনক বিষয় হতো এবং আল্লাহর কাছে তাকওয়া অর্জনের মাধ্যম হতো, তবে তোমাদের মধ্যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই এর জন্য সবচেয়ে বেশি উপযুক্ত ছিলেন। তিনি (রাসূল সাঃ) তাঁর কোনো কন্যার বিবাহ দেননি এবং তিনি নিজেও তাঁর স্ত্রীদের কাউকে বারো উকিয়ার (১২ উকিয়া) বেশি দেনমোহরের বিনিময়ে বিবাহ করেননি। তোমাদের কেউ কেউ নারীর দেনমোহর এত বেশি বাড়িয়ে দেয় যে, তা তার (নারীর) মুক্তিপণ হয়ে যায়। এরপর সে (স্বামী) বলে, ‘আমি তোমার জন্য মশকের (চামড়ার পাত্রের) আঠালো বস্তুর (বা অনেক কষ্টের) বোঝা বহন করেছি।’ অথবা তিনি বলেছেন: ‘মশকের ঘামের (কষ্ট) বহন করেছি।’"