مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
2073 - أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، نا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ الْعَبْشَمِيَّةِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ فِي صَعِيدٍ وَاحِدٍ، فَيُسْمِعُهُمُ الدَّاعِي، وَتُبْعِدُهُمُ الْبَصَرُ، ثُمَّ يَقُومُ مُنَادِي فَيُنَادِي، يَقُولُ : سَيُعْلَمُ أَهْلُ الْجَمْعِ الْيَوْمَ مَنْ أَوْلَى بِالْكَرَمِ، فَيَقُولُ : أَيْنَ الَّذِينَ يَحْمَدُونَ اللَّهَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ، فَيَقُومُونَ وَهُمْ قَلِيلُونَ، فَيُدْخَلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ، ثُمَّ يَعُودُ فَيُنَادِي، أَيْنَ الَّذِينَ لا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ سورة النور آية الآيَةَ، فَيَقُومُونَ وَهُمْ قَلِيلُونَ، فَيُدْخَلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ، ثُمَّ يَعُودُ فَيُنَادِي، فَيَقُولُ : أَيْنَ الَّذِينَ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ سورة السجدة آية , فَيَقُومُونَ، وَهُمْ قَلِيلُونَ، فَيُدْخَلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ، ثُمَّ سَائِرَ النَّاسِ فَيُحَاسَبُونَ ` *
অনুবাদঃ আসমা বিনতে ইয়াযীদ আল-আবশামিয়্যা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
কেয়ামতের দিন মানুষকে একই সমতল ভূমিতে একত্রিত করা হবে। আহ্বানকারী (ফেরেশতা) তাদের সবাইকে (তার কথা) শোনাবে এবং চোখ তাদের (সবাইকে) দেখবে। এরপর একজন আহ্বানকারী উঠে দাঁড়িয়ে ঘোষণা করবেন। তিনি বলবেন: আজকের এই সমাবেশস্থলে কারা সম্মানের সবচেয়ে বেশি উপযুক্ত, তা শীঘ্রই জানা যাবে।
অতঃপর তিনি বলবেন: কোথায় সেই লোকেরা, যারা সুখ ও দুঃখ সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে? তারা উঠে দাঁড়াবে, আর তারা হবে স্বল্প সংখ্যক। অতঃপর তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে।
এরপর তিনি পুনরায় ডাকবেন: কোথায় সেই লোকেরা, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও বেচাকেনা আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে না? তারা উঠে দাঁড়াবে, আর তারা হবে স্বল্প সংখ্যক। অতঃপর তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে।
এরপর তিনি পুনরায় ডাকবেন এবং বলবেন: কোথায় সেই লোকেরা, যাদের পার্শ্বদেশ রাতের শয্যা থেকে দূরে থাকে? তারা উঠে দাঁড়াবে, আর তারা হবে স্বল্প সংখ্যক। অতঃপর তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে।
এরপর অন্যান্য সমস্ত লোকের হিসাব নেওয়া হবে।