الحديث


مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ





مسند إسحاق بن راهويه (2074)


2074 - أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، نا مَعْمَرٌ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` أَلا أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ ؟ ` فَقَالُوا : بَلَى، فَقَالَ : ` الَّذِينَ إِذَا رُءُوا ذُكِرَ اللَّهُ، أَلا أُخْبِرُكُمْ بِشِرَارِكُمْ ؟ `، فَقَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ : ` الْمَاشُونَ بِالنَّمِيمَةِ، الْمُفْسِدُونَ بَيْنَ الأَحِبَّةِ، الْبَاغُونَ الْبِرَاءَ الْعَنَتَ ` *




অনুবাদঃ আসমা বিনতে ইয়াযীদ (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি কি তোমাদের মধ্যে যারা উত্তম, তাদের সম্পর্কে তোমাদের জানাব না?” তারা বলল: “হ্যাঁ।” তিনি বললেন: “তারা হলো ওই সকল ব্যক্তি, যাদের দেখলে আল্লাহকে স্মরণ হয়। আমি কি তোমাদের মধ্যে যারা নিকৃষ্ট, তাদের সম্পর্কে তোমাদের জানাব না?” তারা বলল: “হ্যাঁ, হে আল্লাহর রাসূল।” তিনি বললেন: “তারা হলো ওই সকল ব্যক্তি, যারা চোগলখুরি করে বেড়ায়; যারা প্রিয়জনদের মাঝে সম্পর্ক নষ্ট করে দেয়; আর যারা নিরপরাধ লোকদের জন্য কঠিন দোষ বা বিপদ কামনা করে।”