مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
2125 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، نا حُصَيْنٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ فَاطِمَةَ ابْنَةِ قَيْسٍ، أَنَّهَا طُلِّقَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَجْعَلْ لَهَا سُكْنَى وَلا نَفَقَةً، وَإِنَّ عُمَرَ، قَالَ : ` لا نَدَعُ كِتَابَ اللَّهِ رَبِّنَا، وَسُنَّةَ نَبِيِّنَا، لِقَوْلِ امْرَأَةٍ لا أَدْرِي لَعَلَّهَا نَسِيَتْ ` *
অনুবাদঃ ফাতিমা বিনত কাইস (রাদিয়াল্লাহু আনহা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে তালাকপ্রাপ্তা হয়েছিলেন। তখন তাঁর জন্য কোনো বাসস্থান (সুকনা) বা ভরণপোষণ (নফকাহ) নির্ধারণ করা হয়নি। আর নিশ্চয়ই উমার (রাদিয়াল্লাহু আনহু) বললেন: আমরা আমাদের প্রতিপালক আল্লাহর কিতাব ও আমাদের নবীর সুন্নাহ ত্যাগ করব না, এমন একজন মহিলার কথার কারণে, যার সম্পর্কে আমার জানা নেই—হতে পারে তিনি ভুলে গেছেন।