مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
2140 - أَخْبَرَنَا وَكِيعٌ، نا الأَعْمَشُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ الْفَائِشِيِّ , عَنْ بِنْتٍ لِخَبَّابٍ، قَالَتْ : ` خَرَجَ أَبِي فِي غَزَاةٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَاهَدُنَا حَتَّى نَحْلِبَ عَنْزًا لَنَا، كَانَ يَحْلُبُ فِي جَفْنَةٍ فَيَمْتَلِئُ، فَقَدِمَ خَبَّابُ وَكَانَ يَحْلُبُهَا فَعَادَ حِلابَهَا ` *
অনুবাদঃ খাব্বাবের কন্যা বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার পিতা একটি গাযওয়ার (যুদ্ধে) বের হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খোঁজখবর নিতেন। আমরা আমাদের একটি ছাগীর দুধ দোহন করা পর্যন্ত তিনি (আমাদের কাছে আসতেন)। তিনি একটি বড় পাত্রে দুধ দোহন করতেন এবং তা ভরে যেত। এরপর খাব্বাব ফিরে এলেন, আর তিনি যখন সেটি দোহন করলেন, তখন তার দুধের পরিমাণ (পূর্বের মতো) কমে গেল।