الحديث


مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ





مسند إسحاق بن راهويه (2153)


2153 - أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، نا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ زَيْنَبَ امْرَأَةَ عَبْدِ اللَّهِ، سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّدَقَةِ عَلَى الأَقَارِبِ، فَقَالَ : ` الصَّدَقَةُ عَلَى الأَقَارِبِ، تُضَاعَفُ عَلَى غَيْرِ الأَقَارِبِ مَرَّتَيْنِ ` *




অনুবাদঃ যায়নাব (রাদিয়াল্লাহু আনহা), যিনি আব্দুল্লাহর স্ত্রী ছিলেন, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে আত্মীয়-স্বজনের প্রতি সদকা করা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন তিনি বললেন, "আত্মীয়-স্বজনের প্রতি সদকার সওয়াব, অন্যদের প্রতি সদকার চেয়ে দুই গুণ বৃদ্ধি করা হয়।"