مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
2157 - أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، نا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَمْرٍو وَهُوَ ابْنُ الْحَارِثِ بْنِ الْمُصْطَلِقِ , عَنِ ابْنِ أَخِي زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ , عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ، قَالَتْ : خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَثَّنَا عَلَى الصَّدَقَةِ، فَقَالَ : ` يَا مَعْشَرَ النِّسَاءِ، تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ، فَإِنَّكُنَّ مِنْ أَكْثَرِ أَهْلِ جَهَنَّمَ يَوْمَ الْقِيَامَةِ `، قَالَتْ : وَكَانَ عَبْدُ اللَّهِ خَفِيفَ ذَاتِ الْيَدَيْنِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُلْقِيَتْ عَلَيْهِ الْمَهَابَةُ، فَقُلْتُ لِعَبْدِ اللَّهِ : سَلْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّدَقَةِ عَلَى أَزْوَاجِنَا وَيَتَامَى فِي حُجُورِنَا، فَقَالَ : لا، بَلْ سَلِيهِ أَنْتِ، فَانْطَلَقْتُ إِلَى الْبَابِ، فَإِذَا امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي، فَخَرَجَ عَلَيْنَا بِلالٌ، فَقُلْنَا لَهُ : سَلْ لَنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَيُجْزِئُ عَنَّا مِنَ الصَّدَقَةِ عَلَى أَزْوَاجِنَا، وَيَتَامَى فِي حُجُورِنَا ؟ فَدَخَلَ بِلالٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` مَنْ بِالْبَابِ ؟ ` فَقَالَ : زَيْنَبُ امْرَأَةُ عَبْدِ اللَّهِ , وَامْرَأَةٌ أُخْرَى تَسْأَلانِكَ : أَتُجْزِئُ عَنْها مِنَ الصَّدَقَةِ الصَّدَقَةُ عَلَى أَزْوَاجِهِمَا، وَيَتَامَى فِي حُجُورِهِمَا ؟ فَقَالَ : ` فِيهِمَا أَجْرُ الصَّدَقَةِ وَأَجْرُ الْقَرَابَةِ ` *
অনুবাদঃ জয়নাব, আব্দুল্লাহর স্ত্রী (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সাদাকা (দান) করার জন্য উৎসাহিত করলেন। তিনি বললেন: "হে নারী সমাজ! তোমরা সাদাকা করো—তা যদি তোমাদের অলঙ্কার থেকেও হয়। কারণ কিয়ামতের দিন তোমরা হবে জাহান্নামের অধিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ।"
জয়নাব বলেন: আব্দুল্লাহ ছিলেন স্বল্প আয়ের লোক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে শ্রদ্ধার কারণে কথা বলা কঠিন ছিল। তাই আমি আব্দুল্লাহকে বললাম: আমাদের স্বামীদের উপর এবং আমাদের তত্ত্বাবধানে থাকা ইয়াতীমদের উপর সাদাকা করা যাবে কিনা—আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করুন। তিনি বললেন: না, বরং তুমি নিজেই তাঁকে জিজ্ঞাসা করো।
অতঃপর আমি দরজার দিকে গেলাম। সেখানে আনসার গোত্রের এক মহিলাকে পেলাম, যার প্রয়োজন ছিল আমার প্রয়োজনের মতোই। এরপর বিলাল (রাদিয়াল্লাহু আনহু) আমাদের কাছে বেরিয়ে এলেন। আমরা তাঁকে বললাম: আমাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করুন, আমরা যদি আমাদের স্বামীদেরকে এবং আমাদের তত্ত্বাবধানে থাকা ইয়াতীমদেরকে সাদাকা দেই, তবে কি তা যথেষ্ট হবে?
বিলাল (ভেতরে) প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন: "দরজায় কারা?" তিনি বললেন: আব্দুল্লাহর স্ত্রী জয়নাব এবং অন্য এক মহিলা। তারা উভয়েই আপনাকে জিজ্ঞাসা করছেন: তারা তাদের স্বামীদেরকে এবং তাদের তত্ত্বাবধানে থাকা ইয়াতীমদেরকে সাদাকা দিলে কি তা যথেষ্ট হবে?
তিনি (রাসূলুল্লাহ সাঃ) বললেন: "এতে তাদের জন্য সাদাকার সাওয়াবও রয়েছে এবং আত্মীয়তার হক আদায়ের সাওয়াবও রয়েছে।"