الحديث


مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ





مسند إسحاق بن راهويه (2158)


2158 - أَخْبَرَنَا وَكِيعٌ، نا أَبُو الْعُمَيْسِ، عَنِ ابْنِ جُعْدُبَةَ، عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهَا حِلابَ أَرْبَعِينَ وَسْقًا مِنْ تَمْرٍ، وَعِشْرِينَ وَسْقًا مِنْ شَعِيرٍ بِخَيْبَرَ، فَأَتَاهَا عَاصِمُ بْنُ عَدِيٍّ، فَقَالَ لَهَا : إِنْ وَفَّيْتُكُهَا هَا هُنَا بِالْمَدِينَةِ، وَأَتَوَفَّاهَا مِنْكَ بِخَيْبَرَ، فَقَالَتْ : حَتَّى أَسْأَلَ أَمِيرَ الْمُؤْمِنِينَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَكَرِهَهُ، وَقَالَ : كَيْفَ بِالضَّمَانِ، قَالَ وَكِيعٌ : وَهَذِهِ السَّفْتَجَةُ وَهِيَ مَكْرُوهَةٌ *




অনুবাদঃ জয়নব বিনতে আব্দুল্লাহ (আব্দুল্লাহর স্ত্রী) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়বারে তাকে চল্লিশ ওয়াসাক (Wasq) খেজুর এবং বিশ ওয়াসাক যব প্রদান করেছিলেন। অতঃপর তার কাছে আসিম ইবনু আদি এলেন। তিনি তাকে বললেন: যদি আমি তোমাকে তা মদীনাতেই পরিশোধ করে দেই এবং আমি তা তোমার পক্ষ থেকে খায়বার থেকে গ্রহণ করি (অর্থাৎ, আমার উপর তা স্থানান্তরের ব্যবস্থা করি)। তিনি বললেন: আমি আমীরুল মুমিনীন উমার রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা না করা পর্যন্ত (সিদ্ধান্ত জানাব না)। অতঃপর আমি বিষয়টি তাঁর (উমার রাদিয়াল্লাহু আনহুর) কাছে উল্লেখ করলে তিনি তা অপছন্দ করলেন এবং তিনি বললেন: জামানতের (দায়ভারের) বিষয়টি কী হবে? ওয়াকী‘ (বর্ণনাকারী) বলেন: এটিই হলো সাফতাজাহ (বিল অফ এক্সচেঞ্জ/স্থানান্তর-সংক্রান্ত চুক্তি) এবং এটি মাকরূহ (অপছন্দনীয়)।