الحديث


مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী





مسند الحميدي (102)


102 - حَدَّثنا سُفْيَانُ، قَالَ : سَمِعْتُ شَيْخًا مِنَ النَّخْعِ يُسَمَّى عَمْرًا، وَيُكْنَى بِأَبِي مُعَاوِيَةَ، يَقُولُ : سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ، يَقُولُ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودِ، قَالَ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَيُّ الْعَمَلِ أَفْضَلُ ؟ قَالَ : ` الإِيمَانُ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ `، قُلْتُ : ثُمَّ أَيٌّ ؟ قَالَ : ` ثُمَّ الصَّلاةُ لِوَقْتِهَا `، قُلْتُ : ثُمَّ أَيٌّ ؟ قَالَ : ` ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ `، قُلْتُ : فَأَيُّ الْكَبَائِرِ أَكْبَرُ ؟ قَالَ : ` أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ `، قَالَ : قُلْتُ : ثُمَّ أَيٌّ ؟ قَالَ : ` أَنْ تَقْتُلَ وَلَدَكَ مِنْ أَجْلِ أَنَ يَأْكُلَ مَعَكَ `، قُلْتُ : ثُمَّ أَيٌّ ؟ قَالَ : ` ثُمَّ أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ `، ثُمَّ تَلا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَالَّذِينَ لا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلا بِالْحَقِّ وَلا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا سورة الفرقان آية *




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদিয়াল্লাহু আনহু) বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম: 'কোন আমল সর্বোত্তম?' তিনি বললেন: "আল্লাহর প্রতি ঈমান এবং তাঁর পথে জিহাদ।" আমি বললাম: 'তারপর কোনটি?' তিনি বললেন: "তারপর সময়মতো সালাত (আদায় করা)।" আমি বললাম: 'তারপর কোনটি?' তিনি বললেন: "তারপর পিতা-মাতার সাথে সদ্ব্যবহার।" আমি বললাম: 'তবে কবীরা গুনাহগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?' তিনি বললেন: "তুমি আল্লাহর সমকক্ষ (বা অংশীদার) স্থির করবে, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন।" আমি বললাম: 'তারপর কোনটি?' তিনি বললেন: "তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে আহার করবে।" আমি বললাম: 'তারপর কোনটি?' তিনি বললেন: "তারপর এই যে, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করবে।"

অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন: "আর যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না, আল্লাহ যে প্রাণ হত্যা করা নিষেধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। আর যে ব্যক্তি তা করে, সে শাস্তির সম্মুখীন হবে।" (সূরা আল-ফুরকান: ৬৮)