مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
118 - أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، نا مَعْمَرٌ، عَنِ الأَشْعَثِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ سَبْعِينَ سَنَةً، حَتَّى إِذَا كَانَ فِي آخِرِ عُمُرِهِ أَوْصَى فَخافَ فِي وَصِيَّتِهِ، فَيُخْتَمُ لَهُ بِعَمَلِ أَهْلِ الشَّرِّ، فَيَدْخُلُ النَّارَ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الشَّرِّ سَبْعِينَ سَنَةً حَتَّى إِذَا كَانَ فِي آخِرِ عُمُرِهِ أَوْصَى فَيَعْدِلُ فِي وَصِيَّتِهِ، فَيَخْتِمُ اللَّهُ لَهُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، فَيَدْخُلُ الْجَنَّةَ ` . ثُمَّ قَرَأَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ إِلَى قَوْلِهِ : وَلَهُ عَذَابٌ مُهِينٌ سورة النساء آية - *
অনুবাদঃ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: নিশ্চয়ই কোনো ব্যক্তি সত্তর বছর ধরে জান্নাতবাসীদের আমল করে, কিন্তু যখন তার জীবনের শেষ সময় আসে, তখন সে অসিয়ত করে এবং সেই অসিয়তে সীমালঙ্ঘন করে (অন্যায় করে)। ফলে তার জীবন মন্দকর্মশীলদের (জাহান্নামবাসীদের) আমল দ্বারা সমাপ্ত হয়, আর সে জাহান্নামে প্রবেশ করে। আর নিশ্চয়ই কোনো ব্যক্তি সত্তর বছর ধরে মন্দকর্মশীলদের (জাহান্নামবাসীদের) আমল করে, কিন্তু যখন তার জীবনের শেষ সময় আসে, তখন সে অসিয়ত করে এবং সেই অসিয়তে ন্যায়পরায়ণতা অবলম্বন করে। ফলে আল্লাহ তার জীবন জান্নাতবাসীদের আমল দ্বারা সমাপ্ত করেন, আর সে জান্নাতে প্রবেশ করে।