الحديث


مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ





مسند إسحاق بن راهويه (133)


133 - أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، قَالَ : دَخَلْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ دَارًا ابْتُنِيَ لِسَعِيدٍ بِالْمَدِينَةِ أَوْ لِمَرْوَانَ بِالْمَدِينَةِ، فَتَوَضَّأَ أَبُو هُرَيْرَةَ فَغَسَلَ يَدَيْهِ حَتَّى بَلَغَ إِبْطَيْهِ، وَغَسَلَ رِجْلَيْهِ حَتَّى بَلَغَ رُكْبَتَيْهِ، فَقُلْتُ لأَبِي هُرَيْرَةَ : مَا هَذَا ؟ فَقَالَ : إِنَّهُ مُنْتَهَى الطُّهُورِ، قَالَ : فَرَأَى مُصَوِّرًا يُصَوِّرُ فِي الدَّارِ، فَقَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ : وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي، فَلْيَخْلُقُوا ذَرَّةً، فَلْيَخْلُقُوا حَبَّةً ` *




অনুবাদঃ আবু যুর’আহ (রহ.) বলেন, আমি আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে মদীনায় সাঈদ অথবা মারওয়ানের জন্য নির্মিত একটি বাড়িতে প্রবেশ করলাম। আবু হুরাইরাহ (রা.) উযু করলেন এবং তাঁর হাত দু’টো বগল পর্যন্ত ধুলেন এবং পা দু’টো হাঁটু পর্যন্ত ধুলেন। আমি আবু হুরাইরাহ (রা.)-কে জিজ্ঞাসা করলাম, এটা কী? তিনি বললেন, এটা হলো পবিত্রতার (উযুর) সর্বোচ্চ সীমা।\\r\\n\\r\\n(বর্ণনাকারী বলেন,) অতঃপর তিনি ঐ বাড়িতে একজন চিত্রকরকে ছবি আঁকতে দেখে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ তা‘আলা বলেন: যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে উদ্যত হয়, তার চেয়ে বড় জালিম আর কে আছে? তারা যেন একটি কণা সৃষ্টি করে অথবা তারা যেন একটি শস্যদানা সৃষ্টি করে।