مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
143 - قُلْتُ لأَبِيَ أُسَامَةَ : أَحَدَّثَكُمْ أَبُو حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبِلالٍ عِنْدَ صَلاةِ الْفَجْرِ : ` يَا بِلالُ، حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهِ عِنْدَكَ مَنْفَعَةً فِي الإِسْلامِ، فَإِنِّي سَمِعْتُ اللَّيْلَةَ خَشْفَ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ، قَالَ : مَا عَمَلٌ عَمِلْتُهُ أَرْجَى عِنْدِي إِلا أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا تَامًّا فِي سَاعَةٍ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلا صَلَّيْتُ لِرَبِّي مَا قُدِّرَ لِي أَنْ أُصَلِّيَ ` . فَأَقَرَّ بِهِ أَبُو أُسَامَةَ، وَقَالَ : نَعَمْ *
অনুবাদঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের সময় বিলালকে (রাদিয়াল্লাহু আনহুকে) বললেন: “হে বিলাল! ইসলামের মধ্যে তোমার করা এমন আমল সম্পর্কে আমাকে বলো, যা তোমার নিকট সবচেয়ে বেশি কল্যাণকর (আশার যোগ্য)। কারণ, আমি আজ রাতে জান্নাতে আমার সামনে তোমার জুতার মৃদু আওয়াজ শুনেছি।” তিনি বললেন: আমি আমার নিকট এর চেয়ে বেশি আশার যোগ্য কোনো আমল করিনি, তবে হ্যাঁ, যখনই আমি দিন বা রাতের যে কোনো প্রহরে পূর্ণরূপে পবিত্রতা অর্জন (ওযু/গোসল) করি, তখনই আমার রবের জন্য ততটুকু সালাত আদায় করি, যতটুকু আমার জন্য নির্ধারণ করা হয়। [আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু]